Bankura

Mar 05 2023, 12:41

'তৃণমূলের বিরদ্ধে সবাইকে একজোট' হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ


বাঁকুড়াঃ 'তৃণমূলের বিরদ্ধে সবাইকে একজোট' হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার গঙ্গাজলঘাটির বাজারে দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

সৌমিত্র খাঁ এদিন বলেন, 'জনগণ সাগরদিঘিতে দেখিয়ে দিয়েছে, তৃণমূলের বিপক্ষে আমরা সবাই। 'বাংলার শিক্ষিত যুব সমাজের শত্রু' তৃণমূলকে হারাতে হিন্দু-মুসলিম সবাইকে একজোট হয়ে একজায়গায় ভোট দিতে হবে। একই সঙ্গে এদিন তিনি তৃণমূল পরিচালত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ঐ দলের স্থানীয় নেতৃত্বের 'বাড়ি ঘেরাও'য়ের ডাক দেন তিনি।

অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কৃতকর্মের ফল! অনুব্রত মণ্ডলকে তিন-চার বছর আগেই বলেছিলাম জনগণের উপর অত্যাচার করবেননা। গোরু-পাচার কয়লা কেলেঙ্কারীর ফল। একই সঙ্গে বিজেপি সাংসদ দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যিনি 'সেকেণ্ড ম্যান'হন তাকেই জেলে যেতে হয়'। অনুব্রত মণ্ডলের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন। কারণ 'সৈরাচার বেশী দিন চলতে পারেনা' বলেই তাঁর দাবি।

Bankura

Mar 05 2023, 11:49

অবৈধভাবে গ্যাস সিলিণ্ডার মজুত রাখার অভিযোগে গ্রেফতার ১


বাঁকুড়াঃ অবৈধভাবে গ্যাস সিলিণ্ডার মজুত ও ব্যবহার রাখার অভিযোগে কৃশানু দত্ত নামে একজনকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে বিষ্ণুপুর থানা এলাকার বাঁকাদহের ঘটনা।

রবিবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, ঐ দিন রাতে বাঁকাদহের কৃশানু দত্ত ও বাপন মণ্ডল নামে দুই ব্যবসায়ীর দোকান ও গোডাউনে অতর্কিতে অভিযান চালায় বিষ্ণুপুর থানার পুলিশ। ঐ অভিযানে ৭৯ টি এলপিজি সিলিণ্ডার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

এর মধ্যে কৃশানু দত্তের দোকান থেকে ৪৪টি এবং বাপন মণ্ডলের দোকান থেকে ৩৫ টি সিলিণ্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি রিফিলিং পাম্প, ২ টি ওজন মেশিন ও ৭ টি ছোট সিলিণ্ডার। বাপন মণ্ডল পালিয়ে যেতে সক্ষম হলেও কৃশানু দত্তকে গ্রেফতার করা হয়েছে। বাপন মণ্ডলের খোঁজে অভিযান চলছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Bankura

Mar 05 2023, 09:31

সাতসকালেই পথ দূর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর


বাঁকুড়াঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম শ্যামাপদ মাজি। রবিবার ভোরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ধবনী এলাকার ঘটনা। এই ঘটনার উত্তেজিত জনতা ক্ষতিপূরণের দাবিতে ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।অবরোধের জেরে ব্যস্ততম ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, গঙ্গাজলঘাটি থানার ধবনী গ্রামের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজী অন্যান্য দিনের মতোই এদিন ভোরে সাইকেলে চেপে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুরে মাছ আনতে যাচ্ছিলেন। সেই সময় ঘটকগ্রাম সংলগ্ন মেজিয়া দিক থেকে দুর্লভপুর গামী একটি ডাম্পার তাঁকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ মাছ ব্যবসায়ীর। খবর পেয়ে ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার খবর শ্যামাপদ মাজীর গ্রাম ধবনীতে পৌঁছাতেই ঘাতক ডাম্পারটিকে আটক করা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঐ গ্রামের মানুষ। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে।

Bankura

Mar 04 2023, 17:55

মূখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান নেই', কংগ্রেস নেতা, আইনজীবি কৌস্তুভ বাগচী ইস্যুতে বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র
'

বাঁকুড়াঃ 'মূখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান নেই', কংগ্রেস নেতা, আইনজীবি কৌস্তুভ বাগচী ইস্যুতে বললেন সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র। শনিবার বাঁকুড়া শহরের কমরার মাঠে দলের এক কর্মসূচীতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কলে সূর্য মিশ্র এদিন বলেন, উনি কখন মূখ্যমন্ত্রী আর কখন তৃণমূল নেত্রী সেটাই ভুলে যান। উনি যে সব কথা বলছেন, এই বয়সে তা বলার কথা নাকি সে নিয়েও প্রশ্ন তোলেন।

  এরপরেই কৌস্তুভ বাগচীর পাশে দাঁড়িয়ে দীপক ঘোষের লেখা বইয়ের বিষয়টি উথ্থাপন করে বলেন, কৌস্তুভ যা বলছেন সত্যি বলছেন। আমি বিরোধী দলনেতা থাকাকালীন দীপক ঘোষ তার লেখা বই এনেছিলেন ও আমাদের দিয়েছিলেন। উনি তাকে জেলে ঢুকিয়েও কিছু করতে পারবেননা, ওনার কাণ্ডজ্ঞান চলে গেছেও তিনি দাবি করেন।

   পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, 'মাঠে, ময়দানে, বুথে লড়াই হবে'। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের লড়াইটা 'সাগরদিঘির মতো হবে' বলেও তিনি জানান।

Bankura

Mar 04 2023, 17:54

বাঁকুড়ার বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানার গেটে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের


বাঁকুড়াঃ শ্রমিকদের 'বঞ্চিত' করে মালিক কর্তৃপক্ষের মদতে  কারখানার ভীতরে 'তৃণমূলের দাদাগিরি' চলছে অভিযোগ তুলে বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগড়িয়ায় 'শনিক থার্মাল প্রাইভিট লিমিটেড' নামে একটি বেসরকারী স্পঞ্জ আয়রণ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা। শনিবার ঐ কারখানার একাংশের শ্রমিকদের সঙ্গে নিয়ে থালা হাতে কারখানার গেটের সামনে বসে পড়েন তারা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বড়জোড়া থানার পুলিশ।

     বিজেপি নেতৃত্বের অভিযোগ, ঐ কারখানায় কর্মরত শ্রমিকদের পি.এফ আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের কাজ করার সুযোগ না দিয়ে তৃণমূল নেতাদের আত্মীয় পরিজনরা কারখানার ভীতরে 'ঠিকাদারি' শুরু করেছে। শ্রমিক কল্যাণে কাজ না করে 'শ্রমিক শোষণ' শুরু করেছেন কারখানা কর্তৃপক্ষ। আর এর বিরুদ্ধেই শ্রমিকদের সঙ্গে নিয়ে বিজেপি আন্দোলনে নেমেছে বলে জানানো হয়েছে। যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের যথাসম্ভব এড়িয়ে চলছেন তাঁরা।

    বড়জোড়ার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখার্জী এপ্রসঙ্গে বলেন, এধরণের কোন ঘটনা নেই, তবে বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে, বিক্ষোভ দেখাতে পারেন। অন্যায় করলে কর্তৃপক্ষ শোধরাবেন। তবে শুধু টিভিতে মুখ দেখাতে এসব করলে সেটা 'ওঁদের ব্যাপার' বলে তিনি মনে করছেন বলে জানান।

Bankura

Mar 04 2023, 13:42

কৌস্তুভ বাগচীর পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ


বাঁকুড়াঃ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার কংগ্রেস নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচীর।তার পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার তিনি তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন 'কৌস্তুভ ফাইট ,নওশাদের মতো...'। প্রসঙ্গত, এর আগে আই.এস.এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশেও এভাবেই দাঁড়িয়েছিলেন সৌমিত্র।

এদিন বিজেপির রাজ্য সহ সভাপতি, সাংসদ সৌমিত্র ফেসবুকে লিখেছেন, 'কৌস্তুভ ফাইট ,নওশাদের মতো। একদিন তৃণমূল হটবে এই পশ্চিমবাংলা থেকে'।

https://www.facebook.com/100044956960620/posts/pfbid037XxZpoHLUBvPbbNckyXhL9f2LUZ4whycnFAsnvFcxJFf5chWQmxq3Ms62LaHCKebl/?mibextid=Nif5oz

Bankura

Mar 03 2023, 18:14

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 03.03.2023


Ranibandh MLA and Minister Jyotsna Mandi visited Rajakata Gram Panchayat, Ranibandh Block where she began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by her interaction with the locals hearing their needs and concerns. After she visited a Deuli Shukla High School where she held a meeting with the teachers. Later she took part in a community lunch at Bankura.

Bankura

Mar 03 2023, 14:42

পরীক্ষার খাতা 'রিভিউ' করতে দেওয়ার দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের


বাঁকুড়াঃ পরীক্ষার খাতা 'রিভিউ' করতে দেওয়ার দাবি জানিয়ে কলেজের সামনে বিক্ষোভে সামিল হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা।

দক্ষিণবঙ্গের অন্যতম নামী কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজের একাংশের পড়ুয়াদের অভিযোগ, তারা প্রত্যেকেই 'ভালো পরীক্ষা' দেওয়া সত্বেও কাউন্সিলের তরফে 'ফেল করিয়ে দেওয়া হয়েছে'। আর এই বঞ্চনার শিকার মূলতঃ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা। একই সঙ্গে এমন ঘটনাও ঘটেছে 'ফেল ছাত্রকে পাশ, পরে আবার তাকেই ফেল' করিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় 'রিভিউ সিস্টেম' চালুর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।

ছাত্র ছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময় ঘোষ বলেন, মৌখিকভাবে বিষয়টি জেনেছি। গতবারেও এই ধরণের ঘটনা ঘটেছিল, তখন বিষয়টি কাউন্সিলকে জানানো হয়েছিল। পড়ুয়াদের মাধ্যমেই জানতে পারছি ফলাফলের পরিবর্তন হচ্ছে।

ঐ পরিবর্তন 'বাঞ্ছনীয় নয়' জানিয়ে তিনি আরো বলেন, এতে একদিকে পড়ুয়াদের মানসিক চাপ পড়ছে, অন্যদিকে আমাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। পড়াশোনা করেও ভালো ফলাফল না হলে শিক্ষক-ছাত্র সবার ক্ষেত্রেই সমান 'বিড়ম্বনা'। এই ফলাফলের উপর আগামী দিনে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও তিনি জানান।

Bankura

Mar 03 2023, 13:23

সিপিআইএমের জেলা সম্মেলন


খাতড়া: খাতড়া মহাবীর গেস্টহাউস এ আয়োজিত হতে চলেছে সিপিআইএম এর জেলা সম্মেলন। সাগারদিঘির ভোট বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জেতার পরে আজকের এই সম্মেলন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। যদিও বাঁকুড়া জেলা DYFI এর সাধারণ সম্পাদক দেবদুলাল প্রামানিক সেই কথা সরাসরি স্বীকার করেননি। তার মতে তাদের এই সম্মেলন ছিল পূর্ব পরিকল্পিত।

সকাল থেকেই বাম কর্মী ও সমর্থকদের মধ্যে এই সম্মেলন ঘিরে উন্মাদনা তুঙ্গে। খাতড়া জোনাল কমিটির অনেক সদস্য উপস্থিত থাকবেন আজকের সন্মেলনে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বুথ কমিটিকে মজবুত করা এবং মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরুপ নীতিগুলো তুলে ধরা।

সন্মেলনে উপস্থিত জোনাল কমিটির সদস্য সুদর্শন মন্ডল বলেন, " সাধারণ মানুষ বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়কেই চিনে নিয়েছে। বাম পন্থাই একমাত্র বিকল্প মানুষের কাছে। " তবে যাই হোক, সাগর দীঘির জয় যে বানফ্রন্ট কর্মীদের নতুন অক্সিজেন যুগিয়েছে, সেটা সহজেই অনুমান করা যায়"।

Bankura

Mar 03 2023, 13:20

সূর্য্যকান্ত মিশ্র উবাচ


বাঁকুড়াঃ 'বামপন্থীরা এগোচ্ছে, সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল সেই কথাই প্রমাণ করে'। বললেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে দলের পলিট ব্যুরোর সদস্য ডাঃ সূর্য্যকান্ত মিশ্র। শুক্রবার বাঁকুড়ার সিমলাপাল ব্লক কমিউনিটি হলে দলের এক কর্মসূচীতে যোগ দিতে এসে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি আরো বলেন, তৃণমূলের ভোট উল্লেখযোগ্যভাবে কমেছে, বিজেপি তিন নম্বরে রয়েছে। সাগরদিঘিই 'আগামী দিনের ভবিষ্যৎ' বলে তিনি জানান।

অনুব্রতর দিল্লী যাত্রা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সূর্য্যকান্ত মিশ্র বলেন, এসবে কিছু হবেনা, এরা বড় জোর কান। ঐ কানকে টেনে 'আসল মাথা'কে টেনে ধরতে হবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দূর্ণীতির প্রসঙ্গেও তিনি একই কথা বলেন। তিনি বলেন, সব মাথা একজায়গায়, যা কালীঘাটে রয়েছে। সেই 'মাথা'কেই ধরতে হবে বলে সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক জানান।

জেলার জঙ্গল মহলে বামেদের ফের ঘুরে দাঁড়ানো নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, শুধু জঙ্গল মহলে নয়, এরাজ্যে তৃণমূল-বিজেপি বিরোধী বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে একসাথে তাঁরা লড়াই করবেন বলে জানান।

দলের এদিনের এই কর্মসূচীতে সূর্য্যকান্ত মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা।